দেশ

জামিয়া মিলিয়ার ঘটনা জালিয়ানওয়ালা বাগকে মনে করাচ্ছেঃ উদ্ধব ঠাকরে

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যয়ালয়ে ঢুকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর দিল্লি পুলিসের অত্যাচারের সমালোচনায় মুখর সারা দেশ। এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন শরিক শিবসেনার সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবারের ঘটনার কড়া নিন্দা করে উদ্ধব বলেছেন, ‘‌জামিয়া মিলিয়া ইসলামিয়ায় যা হয়েছে তা জালিয়ানওয়ালা বাগের সমান। আমরা কি ছাত্রছাত্রীদের ভয় পাইয়ে জালিয়ানওয়ালা বাগের মতো পরিস্থিতি তৈরি করছি?‌’ সংসদে সমর্থন করলেও মঙ্গলবার সিএএ–র বিরুদ্ধে সুর চড়িয়ে উদ্ধব বলেন, ‘‌যে দেশে যুবসমাজ অসন্তুষ্ট থাকে সেখানে শান্তি আসতে পারে না। যুবসমাজই শক্তি। খুব শিগগিরি আমরা এমন একটা দেশ হব যাদের সব থেকে বেশি যুবশক্তি থাকবে। যুবশক্তি সবসময়ই মানববোমার মতো। আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করব তারা তাতে আগুন না লাগায়।’ সিএএ–র বিরুদ্ধে বিক্ষোভরত জেএমআইইউ–র ছাত্রছাত্রীদের রবিবার বিকেলে ক্যাম্পাসে ঢুকে বেধড়ক মারধর করে পুলিস। পুলিসের মার থেকে বাঁচতে লাইব্রেরি, ক্লাসরুমে পালাতে দেখা যায় ছাত্রছাত্রীদের। সেখানেও তাড়া করে এমনকি মেয়েদের হস্টেলে ঢুকেও ছাত্রছাত্রীদের পেটায় পুলিস। পুলিসের মার থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। সেই ঘটনার ফুটেজ ভাইরাল হতেই নিন্দার ঝড় বইছে সারা দেশে।