জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ জিয়াগঞ্জে নিহত শিক্ষকের পরিবার সুবিচারের দাবিতে নবান্নে এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। শুক্রবার দুপুর নাগাদ ৬ জনের একটি দল পৌঁছান নবান্নে। নিজেদের পরিচয় দিয়ে তাঁরা জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। ভবানীভবনে তাঁদের জেরা পর্ব শেষ হওয়ার পরই তাঁরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন। তা জানার পর ভবানীভবনের অফিসাররা ঠিক করেন, তাঁদের যথাযথ নিরাপত্তা দিয়ে পাঠানো হবে নবান্নে। এই মুহূ্র্তে জিয়াগঞ্জের এই হত্যাকাণ্ডটি এমনই স্পর্শকাতর একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যাতে নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছেন
গোয়েন্দা কর্তারা। তাই তাঁদের রীতিমতো পুলিশি প্রহরায় পৌঁছে দেওয়া হয় নবান্নে। সূত্রের খবর, সাক্ষাতের জন্য আগাম কোনও সময়সূচি নির্ধারিত না থাকায়, তাঁদের অপেক্ষা করতে বলা হয়। সেখানে ১৩ তলায় তাঁরা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য। কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্ধুপ্রকাশ পালের এক দাদা রাজেশ ঘোষ জানিয়েছেন, সরকারি তদন্তে তাঁরা খুশি। সব বিষয়ে তাঁদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রয়োজনে আইনি সাহায্যও করা হবে। তিনি আরও দাবি করেছেন, ভাইয়ের পরিবারের কারও সঙ্গে কখনওই বিজেপি বা আরএসএসের কোনও যোগ ছিল না।