কলকাতা

জিয়াগঞ্জ প্রসঙ্গে পার্থ ও তৃণমূলকে কটাক্ষ মেঘালয়ের রাজ্যপালের

 কলকাতা: “চোরের মায়ের বড় গলা”। জিয়াগঞ্জের ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের পাশে দাঁড়িয়ে নাম না করে তৃণমূল ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের।তথাগত রায় জানান, তৃণমূলের সংস্কৃতি যে বামপন্থা ঘরানাকেই টেনে আনে তা পার্থ চট্টোপাধ্যায়ের জিয়াগঞ্জে শিক্ষক খুনের ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে করা বক্তব্যে প্রকাশ পেয়েছে। এদিন মধ্যমগ্রামের বাদুতে এসে তিনি বলেন জিয়াগঞ্জের একই পরিবারের তিনজন খুনের ঘটনার নৃশংসতার সমতুল্য উদাহরণ মেলা ভার। আট বছরের আর্য খুনের সমান্তরাল ঘটনা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবরের তেরো বছরের পুত্র রাসেলের খুনের। এমনটাই মত তথাগত রায়ের।তাঁর মতে, রাজনীতি মানুষের জীবনের পরতে পরতে ঢুকিয়ে মানুষের মনকে কলুষিত করে তুলেছে। এজন্য বামপন্থাকে ব্যঙ্গ করতে ছাড়েন নি তথাগত।জিয়াগঞ্জের একই পরিবারের তিনজনের নৃশংস খুন নিয়ে অপর্ণা সেনের পাশে তথাগত রায়ের অবস্থান যে প্রকারন্তরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে অঙ্গুলি নির্দেশ করে তা বলাই বাহুল্য।