দেশ বিনোদন

জেএনইউ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় বলিউডের একাংশ

রবিবার জেএনইউ-তে হামলার প্রতিবাদে গোটা দেশের বিভিন্ন প্রান্ত নিন্দার ঝড় উঠেছে। কলকাতার রাজপথে বাম ছাত্র সংগঠনের প্রতিবাদের পর মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও দেখা যায় প্রতিবাদ। এদিন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এই বিক্ষোভ মিছিলে জোরালো স্লোগন শোনা যায় ‘আজাদি ‘ ধ্বনির। মুম্বইতে দেখা যায় ঘটনার প্রতিবাদে মিছিলে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে পোস্টার। এদিন জেএনইু কাণ্ডের প্রতিবাদে চলা মুম্বইয়ের এই মিছিলে হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা। হাজির ছিলেন পরিচালক অনুরাগ কশ্যপ, অনুভব সিনহা, অভিনেত্রী দিয়া মির্জা, তাপসী পান্নু, পরিচালক জোয়া আখতার , অভিনেতা রাহুল বোস। এঁরাও এদিন জেএনইউ কাণ্ডের প্রতিবাদে সরব হন মুম্বই থেকে। প্রতিবাদীদের সঙ্গে গলা মেলান ঘটনার নিন্দার সুরে।