সাড়ে সাত ঘণ্টা ধরে টানা চলল সার্জারি। চিকিত্সকদের সম্মিলিত ও দীর্ঘ চেষ্টার পরে শেষমেশ জোড়া লাগল পুলিশ কর্তার কেটা হাত। রবিবার সকাল সওয়া ছ’টা নাগাদ পঞ্জাবের পাতিয়ালা জেলার সানউর সবজি মাণ্ডিতে জটলা ফাঁকা করতে গেলে একদল যুবকের কাছে আক্রান্ত হন ওই পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে নেওয়া হয় তাঁর। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বলেন, ‘কব্জি থেকে হাত কেটে গেছিল ওই পুলিশের। সাড়ে সাত ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পরে সফল ভাবে জোড়া দেওয়া হয়েছে। চিকিত্সক ও সহকর্মীদের গোটা দলকে আমার ধন্যবাদ। এএসআই হরজিত্ সিং তাড়াতাড়ি সুস্থ হন, এই কামনা করি।’ উল্লেখ্য, গতকাল সকাল বেলা পঞ্জাবের সবজি বাজারে ভিড় করেছিল একদল লোক । লকডাউনের মধ্যে জটলার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ। জানতে চাওয়া হয় তাদের কাছে কার্ফু পাস আছে কি না। এরপরই পুলিশের উপর চড়াও হয় তারা। তরোয়ালের এক কোপে হাত কেটে নেয় এএসআই হরজিত্ সিংয়ের।পুলিস সূত্রে খবর, এই ঘটনার প্রেক্ষিতে পাঁচ ‘নিহাঙ্গ’ (চিরাচরিত ঐতিহ্য ও প্রথা অনুযায়ী অস্ত্র ও পোশাকে সজ্জিত শিখ) সহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।