কলকাতা: টালা ব্রিজ বিপর্যয়ের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে রাজ্য সরকার মেট্রো ও চক্র রেলের পরিষেবা বাড়ানোর আর্জি জানিয়েছিল। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন সেজন্য বিকল্প হিসেবে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা ও চক্ররেল পরিষেবা বাড়ানোর অনুরোধ জানানো হয়।সম্প্রতি এই বিষয়ে মেট্রো রেল ও পূর্ব রেলের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব। তখনই রেল কর্তৃপক্ষ সরকারকে আশ্বস্ত করেছিল, তারা এর জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে।মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর থেকে অতিরিক্ত মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোম থেকে শুক্র পর্যন্ত ২৮৪-র জায়গায় ২৮৮ টি মেট্রো চালানো হবে। নোয়াপাড়া ও দমদমের মধ্যে মেট্রো চলবে ১১১টি ট্রেন। শনিবার ২৩৬টি ট্রেন চালানো হবে। এদিন নোয়াপাড়া ও দমদমের মধ্যে ৯৯টি ট্রেন চালানো হবে। তবে রবিবারের পরিষেবায় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়।ইতিমধ্যেই টালা ব্রিজে যাতায়াতকারীদের ভোগান্তি কমাতে বিবাদী বাগ এবং ব্যারাকপুর স্টেশনের মধ্যে ৩ জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।এছাড়াও ব্রিজ বন্ধ থাকার ফলে লোকসানের মুখে পড়ে ৩৪সি রুটের বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। নোয়াপাড়া-ধর্মতলা রুটে চলা ২০টি বাস বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে।ইতিমধ্যেই টালা ব্রিজ ভেঙে ফেলার জন্য সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। ব্রিজ ভারী যান চলাচলের পক্ষে উপযুক্ত তো নয়ই বরং তার বর্তমান অবস্থাও বিপজ্জনক। শনিবার টালা ব্রিজ নিয়ে নবান্নে বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আগামী সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।