গতকাল রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর অভিযোগ করেছিল নাইসেড যে কিট সরবরাহ করেছে তা ত্রুটিপূর্ণ। কারণ, বহু সময়েই টেস্টের অমীমাংসিত ফল পাওয়া যাচ্ছে। তাই রিপিট টেস্ট করতে হচ্ছে। স্বাস্থ্য দফতরের দাবি, অবিলম্বে আইসিএমআর-কে এই ব্যাপারটি নিষ্পত্তি করতে হবে। সোমবার নবান্নের অভিযোগের জবাব দিল আইসিএমআর। স্বাস্থ্যমন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠানের এপিডেমোলজি এবং সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান ডাঃ রমন গঙ্গাখেদকর বলেন, ‘পশ্চিমবঙ্গে কিছু আরটি-পিসিআর কিট (রিভার্স ট্রান্সক্রিপশন- পলিমারাইজ চেইন রিঅ্যাকশন) কাজ করছে না বলে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমি কিছু কথা জানাতে চাই। প্রথমত এই বিজিআই কিটগুলি গুণমানে সেরা। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের স্বীকৃত। তবে এগুলি ব্যবহার করা ও সংরক্ষিত রাখার উপায় আছে। সর্বদাই ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এগুলো রাখতে হয়। তার উপরের তাপমাত্রায় রাখলে টেস্ট রিপোর্ট ঠিক নাও আসতে পারে।’ গঙ্গাখেদকর আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ এসেছে যে অনেক টেস্ট কিট থেকে ঠিকমতো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। রিপিট টেস্ট করতে হচ্ছে। এখন দেখার বিষয় টেকনিশিয়ান পরীক্ষার সময় ওই কিট রুম টেম্পারেচরে ফেলে রাখছেন কিনা। সে ক্ষেত্রে ভুল রেজাল্ট আসতে পারে।’ এ কথা বলার পাশাপাশি আইসিএমআর-এর ওই কর্তা বলেন, ‘কলকাতার নাইসেড থেকে ১০ হাজার কিট রাজ্যকে দিতে বলা হয়েছে। যাতে কিট নিয়ে কোনও সংকটে না পড়ে রাজ্য।