কলকাতা

দিল্লিতে নিজামুদ্দিনের সম্মেলনে অংশ নেওয়া বাংলার নাগরিকদের চিহ্নিত করা হচ্ছে

জ্যোতির্ময় দত্ত কলকাতাঃ দিল্লিতে নিজামুদ্দিনে ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়া রাজ্যের ব্যক্তিদের চিহ্নিত করার হচ্ছে। নবান্নের কাছে খবর রয়েছে, ওই সম্মেলনে মোট ৭৩ জন বাংলার নাগরিক হাজির ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। বাকি ৬০ জনের খোঁজ চলছে। সেখানে যাওয়া প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথাও বলেছেন।