দেশ

দিল্লিতে বায়ুদূষণের জন্য দায়ী পাকিস্তান ও চিন, দাবি বিজেপি নেতার

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এক বিজেপি নেতা। দিল্লিতে দূষণের মাত্রা দিনদিন বেড়ে চলেছে। এরইমধ্যে এক বিজেপি নেতা দাবি করে বসলেন, রাজধানীর বাতাসে দূষিত গ্যাস ছেড়ে দিচ্ছে পাকিস্তান ও চিন। উত্তরপ্রদেশের মেরঠের বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা বলেছেন, ‘‌যে বিষাক্ত হাওয়া দিল্লির বাতাসে ঘুরছে। সম্ভবত প্রতিবেশী দেশ থেকেই তা আসছে। যারা আমাদের ভয় পায়। আমার মনে হচ্ছে পাকিস্তান ও চীন আমাদের ভয় পেয়েই এই কাজ করছে।’‌ এরপরই তিনি যোগ করেন, ‘‌আমাদের এটা নিয়ে তদন্ত করা উচিত। পাকিস্তান বিষাক্ত গ্যাস ছাড়ছে কিনা তা নিয়ে তদন্ত হওয়া দরকার।’‌ বিনীতের আরও দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখে হতাশায় ভুগছে পাকিস্তান। তাই বদলা নেওয়ার জন্য রাজধানীর বাতাসে বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছে। বিনীতের বক্তব্য, ‘‌পাকিস্তান জানে যুদ্ধ হলেই ভারতের কাছে হারবে। মোদি ও অমিত শাহ দায়িত্বে আসার পর থেকেই হতাশায় ভুগতে শুরু করেছে পাকিস্তান।’‌  এখানেই থেমে যাওয়া নয়। মোদিকে এই বিজেপি নেতা ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন। অমিত শাহকে তুলনা করেছেন মহাভারতের অর্জুনের সঙ্গে। বিজেপি নেতার দাবি, ‘‌কৃষ্ণ ও অর্জুন দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।’‌