দেশ

দিল্লির চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু, করোনা আতঙ্কে নমুনা পাঠানো হল পরীক্ষার জন্য

কিডনি বিকল হয়ে দিল্লির চিড়িয়াখানায় মৃত ১৪ বছর বয়সের একটি বাঘিনী। জানা যায়, মৃত বাঘিনীর নাম কল্পনা। গতকাল সন্ধ্যায় মারা যায় ১৪ বছর বয়সী এই বাঘিনী। তবে করোনা আক্রান্ত হয়ে বাঘটির মৃত্যু হয়েছে কিনা জানতে বরেলির ল্যাবে তার নমুনা পাঠানো হয়। আজ মৃত বাঘিনীর সত্‍কারের কাজ সম্পন্ন হয়। কয়েকদিন আগেই মার্কিন মুলুকে এক বাঘিনীর করোনার সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রেও কল্পনা করোনা আক্রান্ত হয়েছিল কিনা তা জানতে ইতিমধ্যেই তার নমুনা বরেলির ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতীকী ছবি।