দেশ

‘দিল্লি পুলিশ ব্যর্থ’, সেনা নামানো দাবি কেজরিওয়ালের

উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি সামাল দিতে সেনা নামানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখবেন বলেও জানিয়েছেন। কেজরি বলেন, দিল্লি পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। আজ ট্যুইট করে লিখেছেন, ‘সারারাত ধরে আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম প্রচেষ্টা সত্ত্বেও অবস্থা সামাল দিতে ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ। সেনা নামানো উচিত এবং অবিলম্বে আক্রান্ত অন্যান্য এলাকাতেও কারফিউ জারি করা উচিত। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখছি।’