দেশ

দেশজুড়ে ব্যাংকে ব্যাংকে সিবিআইয়ের হানা

ব্যাংক জালিয়াতির ৪২টি মামলা সামনে আসার পরই মঙ্গলবার দেশজুড়ে ব্যাংকে ব্যাংকে হানা দিল সিবিআই। প্রায় ৭,‌২০০ কোটি টাকার জালিয়াতির তদন্তে নেমে দেশের ১৮৭টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। জালিয়াতির মামলায় উঠে এসেছে একাধিক ব্যাঙ্কের নাম। তাদের মধ্যে রয়েছে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি), দেনা ব্যাংক, কানাড়া ব্যাংক , ব্যাংক অফ বরোদা, ব্যাংক অব মহারাষ্ট্র, এলাহাবাদ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইডিবিআই ব্যাংক। অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে চণ্ডিগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গনা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং দাদরা–নগরহাভেলিতে চালানো হয়েছে তল্লাশি। বিগত কয়েকবছরে একাধিক ব্যাংক জালিয়াতির ঘটনা সামনে এসেছে। অর্থ তছরুপ এবং জালিয়াতির জেরে ধীরে ধীরে ব্যাংকিং কাঠামো ভেঙে পড়ায় দেশের ব্যাংকগুলির সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পিএনবিতে নীরব মোদির প্রায় ১৪,০০০ কোটির জালিয়াতি বড় প্রভাব ফেলেছে দেশের ব্যাংক ব্যবস্থায়। এ বার দায়ের হল ৭,২০০ কোটি টাকা প্রতারণার আরও ৪২টি মামলা। সিবিআইয়ের বক্তব্য, অন্তত চারটি ক্ষেত্রে প্রতারণার অঙ্ক ১,০০০ কোটি টাকার বেশি। মুম্বইয়ের অ্যাডভান্টেজ ওভারসিজ সংস্থার কর্তারা জাল নথির সাহায্যে স্টেট ব্যাংক থেকেই প্রায় ৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। অভিযোগ, এতে যুক্ত ব্যাংকের আধিকারিকরাও। টাকা অন্যত্র সরানো হয়। এতে স্টেট ব্যাংকের প্রায় ১,২৬৬ কোটি লোকসান হয়েছে।