করোনা মোকাবিলায় সামিল এবার দেশের ‘ফার্স্ট লেডি’ও। দুঃস্থদের জন্য নিজের হাতে মাস্ক তৈরি করছেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ। দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের আশ্রয়কেন্দ্রে যাঁরা থাকছেন, তাঁদের দেওয়া হচ্ছে এই মাস্ক।
বুধবার একটি ছবি প্রকাশ্যে আসে। মাস্ক পরে সেলাই মেশিনে বসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী। তখনই জানা যায়, করোনা পরিস্থিতিতে দিল্লির দুঃস্থদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি ভবনের শক্তি হাট এস্টেটে বেশ কিছুদিন ধরেই মাস্ক তৈরি করছেন তিনি। মাস্ক তৈরি ও বিলির মাধ্যমে সবাইকে সচেতনতার বার্তাও দিচ্ছেন।