কলকাতা

দোলের আগেই তৃণমূলের পুর প্রার্থী তালিকা চূড়ান্ত

পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন যেমন প্রস্তুতি শুরু করে দিয়েছে, তেমনি প্রার্থীতালিকা তৈরির প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সংরক্ষণের গেরোয় যেসব কাউন্সিলার, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মেয়র তাঁদের আসনে দাঁড়াতে পারছেন না, তাঁদের জন্য বিকল্প আসন দেওয়ার খসড়া তালিকা তৈরির কাজও দলীয় স্তরে শুরু হয়েছে। জেলার দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন। কলকাতা, হাওড়া সহ বেশ কিছু পুরসভার প্রার্থী তালিকা দোলের আগেই তৈরি হয়ে যাবে বলে তৃণমূল সূত্রের খবর। আপাতত ঠিক হয়েছে, ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হবে। আর বাকি ১০০টি পুরসভার ভোট হবে ২৬ এপ্রিল। তবে এবার প্রার্থী তালিকা তৈরি করতে পিকে-র রিপোর্টকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। পিকে-র সেই রিপোর্ট রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবার কাউন্সিলারদের ভাগ্য নির্ভর করছে ওই রিপোর্টের উপরেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই। তাঁর প্রধান লক্ষ্য, কলকাতা পুরসভা দখলে রাখা। কলকাতা দখলে রেখেই বাকি পুরসভার লড়াইতে নামতে চলেছে তৃণমূল। ইতিমধ্যে পাঁচজনের একটি কমিটি করেছেন মমতা। তাতে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যেপাধ্যায়ের মতো নেতাকে রাখা হয়েছে। কোনও ওয়ার্ডে একাধিক নাম থাকে, তাহলে সিদ্ধান্ত নেবে জেলা কমিটি। যদি জেলা কমিটি কোনও কোনও ক্ষেত্রে বিতর্কের নিষ্পত্তি করতে না পারে, তাহলে সিদ্ধান্ত নেবে ওই পাঁচজনের কমিটি। তবে সর্বশেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।