দেশ

ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড, সংসদে নয়া আইনের দাবি তৃণমূলের

ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড। লোকসভায় এমনই দাবি তুলল তৃণমূল। হায়দরাবাদ কাণ্ডের পরিপ্রেক্ষিতেই সংসদে এ দিন এই দাবি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূলের আনা এই প্রস্তাব নিয়ে কিছু না বললেও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানান, হায়দরাবাদ মতো জঘন্য ঘটনা আটকাতে প্রয়োজনে আরও কড়া আইন আনতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সংসদে আলোচনা করতেও আপত্তি নেই মোদি সরকারের। এ দিন সংসদের অধিবেশন শুরু হতেই হায়দরাবাদ কাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা এবং রাজ্যসভা। বিরোধী দলগুলির পক্ষ থেকে সংসদে এ নিয়ে আলোচনার দাবি জানানো হয়। নতুন আইনের পক্ষে সওয়াল করেন অনেক সাংসদ। এরই মধ্যে তৃণমূলের পক্ষ থেকে সাংসদ সৌগত রায় বলেন, ‘এই ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে এবং গোটা দেশের মানুষের ক্ষোভের কথা মাথায় রেখে এমন আইন আনা হোক যাতে ধর্ষণের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড।’ একই সঙ্গে তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর অসংবেদনশীল মন্তব্যেরও সমালোচনা করেন সৌগত রায়। রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ও হায়দরাবাদের ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের গড়িমসির সমালোচনায় সরব হন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মহিলাদের সম্মানহানি বা নিরাপত্তাহীনতার ঘটনায় এলাকার বিচার না করে দ্রুত পদক্ষেপ করতে হবে পুলিশকে। কিন্তু হায়দরাবাদের ক্ষেত্রেও সেই নির্দেশ মানেনি পুলিশ। এবার থেকে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে ততক্ষণাত্‍ অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করার দাবি জানান তৃণমূল সাংসদ। পাশাপাশি পুলিশের এই গড়িমসি রুখতে সব রাজ্যকে নির্দেশিকা পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও অনুরোধ করেন সুখেন্দুশেখর রায়।