কলকাতাঃ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাহ্যের বিভিন্ন এলাকায় যে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা নিয়ে বিশদে জানতে আজ সোমবার সকাল ১০টায় রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার বিকেলেই রাজ্যপাল বলেছিলেন, বাংলা জুড়ে যে ধরনের ঘটনা ঘটছে তা উদ্বেগজনক। সাংবিধানিক মূল্যবোধ ও আইনের শাসন নিয়ে আপস করা হচ্ছে। ধনকড় জানিয়েছেন, এই পরিস্থিতিতে নবান্নের অবস্থান ও তাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া অনিবার্য হয়ে উঠেছে। সে কারণেই মুখ্যসচিব ও ডিজিকে তলব করা হয়েছে।