১৯৭৮ সালে সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রঞ্জিতা কৌর অভিনীত ‘পতি পত্নী অউর ওহ’ ছবিটি মুক্তি পেয়েছিল। সে সময়ের দর্শক ছবিটি বেশ উপভোগও করেছিল। সেই ছবিরই রিমেক তৈরি করেছেন চিত্রপরিচালক মুদাসর আজিজ। এই প্রজন্মের জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটেই গড়ে তোলা হয়েছে ছবিটি। সিনেমার পোস্টার আগেই প্রকাশ করা হয়েছিল। আর তারপর থেকেই ‘পতী পত্নী ঔর ওহ’-এর ট্রেলার দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক। আজ সেই অতি প্রতিক্ষিত ট্রেলারটি মুক্তি পায়।২ মিনিট ৪৩ সেকেন্ডের রোম্যান্টিক-কমেডিতে ভরপুর ট্রিলারটি ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ পেয়ে গিয়েছে। ট্রেলারে দেখা যায় একজন সরকারি উঁচু পদের কর্মচারী কার্তিক আরিয়ান। ছবিতে তাঁর চরিত্রের নাম চিন্টু ত্যাগী। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন ভূমি পেদনেকর। বিয়ের পর প্রাথমিক উত্তেজনা বা ভালোলাগা গুলো কেটে যাওয়ার পরই কার্তিকের ডাল-ভাত জীবন। আর এই সময়েই স্ক্রিনে প্রবেশ অনন্যা পাণ্ডের। কার্তিকের সাদা-কালো জীবনে রঙের ছোঁয়া আনে অনন্যা। এই তিনজনকে ঘিরেই এগিয়ে চলে গল্প। অন্যদিকে কার্তিকের সঙ্গে হিউমারে সঙ্গত দিয়েছেন অপারশক্তি খুরানা। সব মিলিয়ে ট্রেলার মুক্তির পর দর্শকের ছবি দেখার আগ্রহ বেড়ে গেল অনেকটা। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘পতী পত্নী ঔর ওহ’।