বিক্ষোভে বিজেপির হাত রয়েছে বলে ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম। তাঁর বার্তা, অরাজকতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করবেন না। পথ অবরোধ করে, বাস জ্বালিয়ে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। ফিরহাদ বলেন,”এটা হিন্দু মুসলিমের লড়াই নয়। একটা সম্প্রদায়কে অরাজকতা করতে চাগাড় দেওয়া হচ্ছে। বিজেপির হাত শক্ত করছেন আপনারা। বাংলায় এনআরসি করতে দেব না বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী আইনও কার্যকর হবে না। তাহলে বাংলার মানুষের অসুবিধা কেন করব?” ফিরহাদের সতর্কবাণী, আপনাদের এসব কাজকর্মের ফলে ৭০ শতাংশ মানুষ অমিত শাহের পক্ষে হয়ে যাবে। রাজ্যে বিজেপি এসে গেলে মাথা নীচু করে থাকতে হবে। তখন আর রাস্তায় কেউ নামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হোন। বাংলার ক্ষতি হচ্ছে। দিল্লিতে অমিত শাহ হাসছেন।