বিহার বনধে বিক্ষোভের নামে অনেক জায়গাতেই রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আরজেডি কর্মীদের। এদিকে পরিস্থিতি সামাল দিতে ও হিংসাআটকাতে পুলিশ ১০০০-এর বেশি আরজেডি কর্মীদের আটক করতে বাধ্য হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের মাঝেই দুপুরে পাটনায় সিএএ বিরোধী এক সভা ডাকেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সঙ্গে ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতারা। সেখাব থেকে এক মিছিল বের করার কথা ছিল তেজস্বী ও তাঁর সমর্থকদের। মিছিলে হাঁটার আগে তেজস্বী একটি প্ল্যাকার্ড হাতে নেন। তাতে লেখা ছিল, ‘আমি এক হিন্দু, আমি ভারতীয়, আমি সংবিধান মানি কিন্তু আমি এনআরসি ও সিএএ মানি না।’