দেশ

পাটনায় নৌকাডুবি, মৃত ১২, নিখোঁজ ২

মঙ্গলবার বিহারের পাটনায় দুটি নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। এখনও পর্যন্ত ২জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল বিহারের বেশ কিছু এলাকা। যার জেরে দুপুরের দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হালদি ছাপরা সঙ্গম থানা এলাকার মানের গঙ্গা এলাকায়। গঙ্গা দিয়ে দুটি নৌকায় করে প্রায় ৩০ জনের বেশি শ্রমিক যাচ্ছিলেন। কুয়াশার জেরে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। আচমকাই নৌকা দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নৌকা উল্টে সমস্ত শ্রমিক জলে পড়ে যান। তাঁদের মধ্যে অনেকে নদীর পারে পৌঁছাতে সক্ষম হলেও ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুজন নিখোঁজ রয়েছেন।