জম্মু–কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস্ শনিবার সকালে মাটির তলায় ১০ ফুট লম্বা এবং ১০ ফুট চওড়া একটা গুপ্ত কক্ষ বা গোপনঘাঁটি খুঁজে পেয়েছে। ওই গুপ্ত ঘরে বাতাস চলাচলের পথ করা আছে। ফলে সেনার প্রাথমিক সন্দেহ, এই পাতালঘরে জঙ্গিদের আনাগোনা এখনও রয়েছে। এলাকা ঘিরে রেখেছে বাহিনী। অন্যদিকে কাশ্মীরের অবন্তীপোরার গোরিপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে গতকাল সেখানে অভিযান চালান নিরাপত্তারক্ষীরা । সকাল থেকেই এলাকায় তল্লাশি শুরু হয় । এদিকে, নিরাপত্তারক্ষীদের অভিযানের খবর পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেন জওয়ানরা । খতম হয় ২ জঙ্গি । পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় এখনও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে