জেলা

পূর্ব বর্ধমানের সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা

সম্পত্তির বিবাদের জেরে খুনের চেষ্টা ৷ পরিবারের ছোট ছেলে, ছেলের বিবি ও দুই নাতনিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করল ব্যক্তি ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত খানো গ্রাম ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত ইউসুফ শেখ এবং তার অপর ছেলে একলামকে আটক করেছে পুলিশ । ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করে আব্বা ইউসুফ শেখ ৷ ইকবাল বাড়ি ফেরার পরে পাঁচ কেজি গ্যাসের একটি সিলিন্ডার এবং নতুন পাইপ কিনে আনে ইউসুফ । রাতে যখন ইকবাল তাঁর পরিবারের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিলেন, তখন জানলার ফাঁক দিয়ে পাইপের মাধ্যমে ঘরে সিলিন্ডারের গ্যাস ঢুকিয়ে দেওয়া হয় ৷ এরপরই কাঠিতে করে ঘরের ভিতর আগুন লাগিয়ে দেয় ইউসুফ। শুধু তাই নয় ৷ তাঁরা যাতে ঘর থেকে বেরোতে না পারে, তাই দরজার বাইরে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল । অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা ৷ ঘরের ভিতরে ছোট ছেলে শেখ ইকবাল, তাঁর বিবি টিনা বেগম আর দুই মেয়ে সুহানা খাতুন ও বিলকিস খাতুন ৷ তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । ছুটে আসে ইকবালের দাদা একলামও । ততক্ষণে কেটে গেছে প্রায় পনেরো-কুড়ি মিনিট ৷ আগুনে দগ্ধ হয়ে যায় ইকবাল, তাঁর বিবি ও দুই মেয়ে । আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে গলসি থানার পুলিশ ৷  অভিযুক্ত ইউসুফ শেখ ও একলামকে গ্রেপ্তার করে পুলিশ ।