দেশ

প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন ঘিরে নেতাদের মধ্যে চড়-থাপ্পড়-মারধর

মধ্যপ্রদেশের গান্ধীভবনের সামনে প্রজাতন্ত্র দিবসের উদযাপন করতে গিয়েই কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র বিরোধের সূত্রপাত হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তা শেষে চড় থাপ্পড়, হাতাহাতিতে গড়িয়ে যায়। । যে গান্ধীজির অহিংস ভাবধারা ভারতকে বহুবার বিশ্ব দরবারে প্রাসঙ্গিক করে তুলেছে, সেই গান্ধীর নামাঙ্কিত ভবনের সামনে ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস দেখল এক ‘করুণ’ দৃশ্য। সেখানে দেখা গিয়েছে, কে পতাকা উত্তোলন করবেন, সেই বিষয়ে বচসা শুরু হয়ে নেতাদের মধ্যে হাতাহাতি হয়ে যায়। চলে চড়, থাপ্পড়, মারধর। দেখুন সেই ভিডিও –