কলকাতার রেড রোডে গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সকলের কাছে সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং এর নীতিগুলিকে সমর্থন করার আবেদন জানালেন। টুইট করে তিনি বলেন, ”প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই আমাদের সংবিধানকে রক্ষা করতে এবং এর সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতিগুলির প্রতি সমর্থন জানাতে।”