দেশ

প্রধানমন্ত্রীর এক সঙ্গে লাইট অফের ধাক্কায় বসে যাবে সারা দেশের পাওয়ার গ্রিড ব্যবস্থা, আশঙ্কা বিদ্যুৎ মন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে সাড়া দিয়ে গোটা দেশের মানুষ একসঙ্গে সমস্ত লাইট নিভিয়ে দিলে বাস্তবেই আঁধার নেমে আসতে পারে গোটা ভারতে ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মহারাষ্ট্রের বিদ্যুৎ মন্ত্রী নীতিন রাউত৷ তাঁর দাবি, একসঙ্গে গোটা দেশের বিদ্যুতের চাহিদা হঠাৎ শূন্যে নেমে গেলে এবং কয়েক মিনিটের মধ্যেই একসঙ্গে সব আলো জ্বালালে জাতীয় পাওয়ার গ্রিডের উপর বিপুল চাপ পড়বে৷ যার জেরে পাওয়ার গ্রিড বসে গিয়ে গোটা দেশে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী৷ তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও৷ শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও বার্তায় আবেদন জানিয়েছেন, করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিতে রবিবার রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য দেশের সব আলো নিভিয়ে দিয়ে মোমবাতি এবং প্রদীপ জ্বালাতে হবে৷ প্রধানমন্ত্রীর এই আবেদন মানলে গোটা দেশ বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী৷ তাঁর দাবি, একবার যদি পাওয়ার গ্রিড বসে যায় তাহলে পরিষেবা স্বাভাবিক হতে ১২ থেকে ১৫ ঘণ্টা লাগতে পারে৷ সেক্ষেত্রে হাসপাতালের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রগুলি সম্পূর্ণ বিদ্যুৎ বিহীন হয়ে পড়তে পারে৷ সতর্ক করে মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালগুলি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে করোনা আক্রান্তদের চিকিৎসাই ব্যাহত হবে৷