কলকাতা

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারি: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতাঃ ‘সাংবিধানিক সৌজন্যের মধ্যে পড়ে। তাই প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করছি ।’ সন্ধ্যায় নবান্ন থাকে বেরবার সময় সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ মে ২০১৯ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি । মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ মাঝে আর এক দিন হাতে রয়েছে৷ তবে প্রধানমন্ত্রীর শপথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ এটা যেহেতু সাংবিধানিক সৌজন্য, তাই এই সিদ্ধান্ত৷’ মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে নবান্নে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে ২০১৪ সালেও নরেন্দ্র মোদিকে সামনে রেখে দেশের ক্ষমতায় আসে বিজেপি৷ প্রচারে মোদি-মমতা জমজমাট যুদ্ধ দেখা গিয়েছিল৷ কিন্তু সেবার শপথে দেখা যায়নি বাংলার মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু, এবার অন্য ছবি৷ মোদির দ্বিতীয়বারে শপথে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আগামী বৃহস্পতিবারের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।