কলকাতা

প্রধানমন্ত্রী বাংলায় এলে দেখানো হবে কালো পতাকা, দেওয়া হবে মোদি গো ব্যাক স্লোগান: সেলিম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে ১০ তারিখ আসুন অথবা ১১ তারিখ আসুন। দেখানো হবে কালো পতাকা। যেভাবে চেন্নাইতে দেখানো হয়েছে। যেভাবে কর্ণাটকে দেখানো হয়েছে। যেভাবে মোদি গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এটাই এখন ট্রেন্ড। এখানে প্রধানমন্ত্রী এলে বাংলা বলবে, মোদি গো ব্যাক। মানুষের কাছে এটাই আমাদের আবেদন। আজ একথা বললেন বাম নেতা মহম্মদ সেলিম।