নয়াদিল্লিঃ এই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সাংবাদিকদের সামনে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লোকসভার ভোটের প্রচার শেষ হওয়ার পর করা সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন ফের একবার তাঁর সরকার দিল্লির মসনদে ক্ষমতায় ফিরতে চলেছে। এদিন সাংবাদিক বৈঠকের প্রশ্নোত্তর পর্বে শাহ অংশ নিলেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কোনও প্রশ্নের উত্তর দেননি। শুধুমাত্র নিজের বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি বলেছেন আমি আশাবাদী যে বিজেপি ফের একবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফিরতে চলেছে। নরেন্দ্র মোদি বলেন, আসলে আমি প্রচারে নয় দেশের যে জায়গায় যেভাবে সুযোগ পেয়েছি সেখানে পৌঁছে মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। মানুষ আমাকে পাঁচ বছরের জন্য কাজ করার সুযোগ দিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে কোন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ না করার পিছনে কারণ হিসেবে মোদী জানান, এই সাংবাদিক বৈঠক আহ্বান করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবং বিজেপির দলের নিয়ম অনুযায়ী সেই বৈঠকে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন না। এই বলেই তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া এড়িয়ে যান। তবে বিজেপি তথা এনডিএ যে ৩০০টির বেশি আসন নিয়ে ফের একবার কেন্দ্রে ক্ষমতায় আসবে, তা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।