প্রয়াত হলেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন তিনি। টি এন সেশন ছিলেন ভারতের দশম প্রধান নির্বাচন কমিশনার। দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে মোদি লিখলেন, ‘টিএন সেশন ছিলেন একজন অনবদ্য সিভিল সার্ভেন্ট। নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারে তাঁর অবদান আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। ওম শান্তি।’ শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেছেন, ‘টিএন সেশনের প্রয়াণের খবরে শোকস্তব্ধ। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের একজন বলিষ্ঠ নায়ক ছিলেন তিনি। ভারতের গণতন্ত্রে তাঁর অবদান সর্বদা মনে রাখবে মানুষ। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।’