বিনোদন

প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়

প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়। আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। নাট্যপরিচালিকা, অভিনেত্রী ও সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন উষাদেবী। তাঁর পরিচালিত অন্যতম জনপ্রিয় নাটক ছিল ‘মুক্তি’। মূলত তাঁর নাটকে উঠে আসত নারীদেরই কথা। কলকাতা শহরে হিন্দি থিয়েটারের জন্য পরিচিত ছিলেন ঊষা গঙ্গোপাধ্যায়। তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দে ‘রঙ্গকর্মী’ গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেন। তাঁর অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম মহাভোজ, রুদালি, কোর্ট মার্শাল, শোভাযাত্রা, চন্ডালিকা, অন্তর্যাত্রা ইত্যাদি। তাঁর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র ও নাট্যমহল শোকাহত।