কলকাতা

ফুটপাতবাসী ও রিকশাওয়ালাদের চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিজের হাতে বিলি করলেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি সব পরিবহন মাধ্যম। লকডাউনের শুরু থেকেই অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ব্যবস্থা মসৃণ রাখতে সচেষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে গরিব মানুষের যাতে খাদ্যদ্রব্য পেতে কোন রকম সমস্যা না হয় সে ব্যাপারে প্রশাসনকে দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছিলেন তিনি। আজ কালীঘাট ও আলিপুর চত্বরে নিজেই ফুটপাতবাসী ও রিকশাওয়ালাদের চাল,ডাল বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, এবং স্থানীয় কাউন্সিলররা করোনার সংক্রমণ রাজ্যে ছড়িয়ে পড়তেই একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।