প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ পরপর চুরির ঘটনায় আতঙ্কিত খড়্গপুর শহরের সাউথ সাইড হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গত শনিবারের পর ফের বৃহস্পতিবার ফের ঘটল চুরির ঘটনা। চুরি গেছে আম্প্লিফায়ার,মিড ডে মিলের সামগ্রী । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নীরজ শর্মা জানান,গত শনিবারই বিদ্যালয়ে চুরি হয়ে গিয়েছে। সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখেন অফিস ঘরের তালা ভাঙা। চারিদিকে জিনিসপত্র ছড়ানো। চুরি গেছে মিড ডে মিলের কয়েক কেজি ডাল ও এক পেটি রান্নার তেল সহ অফিসের আরও কিছু জিনিস। চোর যে শাবলে করে তালা ভাঙে সেটি ফেলে রেখে যায়। খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানানোর পর পুলিশ একটি জেনারেল ডায়েরি করে। বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে দেখেন ফের তালা ভেঙে চুরি হয়ে গেছে । এবার চুরি গেছে আম্প্লিফায়ার সহ মিড ডে মিলের বেশ কিছু বাসনপত্র। যে লোহার রড দিয়ে তালা ভাঙা হয় সেটিও ফেলে গেছে চোর। বিদ্যালয়টি খড়্গপুর শহরের পুরাতনবাজার থেকে বোগদা যাবার রাস্তায় অবস্থিত। পাশাপাশি সেরকম জনবসতি নেই। এই নির্জনতারই সুযোগে চুরি হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। পুলিশের নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন,বিষয়টি তাঁরা দেখছেন।