কলকাতা

ফের বাংলায় তৈরি হবে হাইড্রক্সিক্লোরোকুইন

স্বস্তির খবর, বেঙ্গল কেমিক্যাল বানাবে করোনা ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। সূত্রের খবর, করোনা মোকাবিলায় বেঙ্গল কেমিক্যালস্ অ্যান্ড ফার্মাসিউটিক্যালসকে হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। মাসে দেড় কোটি ওষুধ তৈরি করতে পারবে বেঙ্গল কেমিক্যলস। বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যালস হল প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কোম্পানিতে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ফসফেট ২৫০ তৈরি করা হয়। এছাড়া এখানে গৃহস্থালি সামগ্রী হিসেবে ভারতীয় পণ্য ,যেমন “নেপথেলিন বল” এবং “ফিনাইল” ও তৈরি হয়। এবার করোনার ওষুধও তৈরি করবে বেঙ্গল কেমিক্যাল। তবে ওষুধ তৈরির ছাড়পত্র পেলেও, কাঁচামালের সমস্যা রয়েই যাচ্ছে। মুম্বাই, আমেদাবাদ থেকে আনতে হবে কাঁচামাল। আর এজন্য সরকারের সাহায্য লাগবে। নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে শিল্প ও বাণিজ্য সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন বেঙ্গল কেমিক্যাল নিয়ে। সেখানে তাকে জানানো হয় বেঙ্গল কেমিক্যালে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি হচ্ছে না। এরপরই জানা গিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বেঙ্গল কেমিক্যালস্ কে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করার অনুমতি দিয়েছে। ফলে করোনা ওষুধ তৈরিতে আর বাধা থাকল না বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যালসের।