জেলা

বনবিভাগের গাড়ির নীচে চিতাবাঘ, জখম 8

জলপাইগুড়ি: বনবিভাগের টাস্ক ফোর্সের গাড়ির নীচেই চিতাবাঘ ৷ চিতাবাঘ ধরতে গিয়ে চূড়ান্ত নাকানি চোবানি খেল বনবিভাগের কর্মীরা ৷ জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি এলাকায় আজ বিকেলের দিকে তিস্তার চরে দেখা যায় চিতাবাঘটিকে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বৈকন্ঠপুরের রেঞ্জের বনবিভাগের কর্মীরা । সঙ্গে ছিল বিশেষ ট্রাঙ্কুইলাইজার দল ও অন্যান্য বনবিভাগের আধিকারিকরা । চাষের জমিতে ছোটাছুটি করতে করতে গ্রামবাসীদের তাড়া খেয়ে চিতাবাঘ তেড়ে আসে টাস্ক ফোর্সের গাড়ির দিকে৷ এরপর আশ্রয় নেয় গাড়ির নিচে । চিতাবাঘের হামলায় জখম হন চার গ্রামবাসী ৷ চিতাবাঘটিকে উদ্ধার করে বেলাকোবা রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।