কলকাতা

বাজি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ রাজ্যের

কলকাতাঃ বাজি ফেটে মৃত ২ জনের পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, আতসবাজি দুর্ঘটনায় মৃতের পরিবার পিছু ২ লাখ টাকা এবং দীপাবলি ও ভাইফোঁটার সময় রাস্তার দুর্ঘটনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল তুবড়ি ফেটে মৃত্যু হয় বেহালার আদি দাস (৫) ও কসবার দীপকুমার কোলের (৪০) । দু’জনেরই গলায় তুবড়ির খোল বিঁধে মৃত্যু হয়েছে । এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনার খবর নিতে ফোন করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে । আজ আতসবাজি দুর্ঘটনায় দুই মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ বাসন্তী হাইওয়েতে পিক আপ ভ্যান ও বাইকের দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । তাঁদের পরিবারকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী । ফাইল চিত্র।