দেশ

বাতিল ইদের ছুটি! আগামী ৩১ মার্চ খোলা থাকবে ব্যাংক, বীমা এবং আয়কর অফিসও, ঘোষণা RBI-এর

এবার ৩১ মার্চ ইদ উপলক্ষে অনেক বেসরকারি ও সরকারি অফিস বন্ধ থাকলেও খোলা থাকবে ব্যাংক। আগে রিজার্ভ ব্যাংক ছুটির ক্যালেন্ডারে ৩১ মার্চরে ব্যাংক ছুটির তালিকায় হলিডে দেখালেও এখন এতে কিছু পরিবর্তন করা হয়েছে। ব্যাঙ্ক ক্যালেন্ডারে ছুটি থাকা সত্ত্বেও ৩১ মার্চ অনেক ব্যাঙ্ক খোলা থাকবে। আসলে, ৩১ মার্চ  ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন, তাই ব্যাংক গুলিকে অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। সেই কারণেই এই সিদ্ধান্ত। রিজার্ভ ব্যাঙ্ক এর আগে ৩১ মার্চ ইদ উপলক্ষে হিমাচল প্রদেশ, মিজোরাম ছাড়া সমস্ত রাজ্যে ব্যাংকগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে, এই দুটি রাজ্য ছাড়া সর্বত্র সাধারণের জন্য ব্যাঙ্কগুলি এখনও বন্ধ থাকবে। তবে ছুটি থাকবে না, কিছু ব্যাংক কাজ করবে। তবে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এটিএম এই সময়ে চালু থাকবে। আরবিআই সমস্ত এজেন্সি ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে, সরকারি লেনদেন সংক্রান্ত কাজের কারণে এই দিনে ব্যাংক গুলি খোলা থাকবে। এজেন্সি ব্যাংককে এজেন্ট ব্যাংকও বলা হয়। এরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করে। এই ব্যাংকগুলি ভর্তুকি বিতরণ, পেনশন প্রদান, কর সংগ্রহ (আয়কর, জিএসটি, কাস্টম এবং আবগারি শুল্ক), সরকারি কর্মচারীদের বেতন ইত্যাদির দায়িত্বে রয়েছে। রিপোর্ট বলছে, ভারতের ৩৩টি এজেন্সি ব্যাংক গুলির মধ্যে ১২টি সরকারি ব্যাংক, ২০টি বেসরকারি ব্যাংক এবং একটি বিদেশি ব্যাংক রয়েছে।

প্রসঙ্গত, ২৯ মার্চ অর্থাৎ, শনিবার পড়লেও ব্যাঙ্ক খোলা থাকতে চলেছে। কারণ, এটি মাসের পঞ্চম শনিবার। নিয়ম অনুসারে কোনও মাসে যদি পঞ্চম শনিবার থাকে, সেই দিনেও ব্যাঙ্ক খোলা থাকে। ফলে, ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পান গ্রাহকরা। সমস্ত রবিবারের পাশাপাশি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার দেশের কোনও ব্যাংককে পরিষেবা পাওয়া যায় না। একইসঙ্গে ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) -এর পক্ষ থেকেও বীমা কোম্পানিগুলিকে ২৯, ৩০ এবং ৩১ মার্চ তাদের অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পলিসিহোল্ডাররা যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হয়ে পড়েন, সেই কারণেই এই নির্দেশ। একইসঙ্গে আয়কর বিভাগের তরফেও চলতি মাসের শেষ তিন দিন দেশজুড়ে সমস্ত আয়কর অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।