নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে যাঁরা কথা বলছেন, তাঁরা উত্তর কোরিয়া চলে যান। উত্তর–পূর্বের ক্যাব বিরোধী আন্দোলন প্রসঙ্গে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার এই মন্তব্য করেছিলেন। ঠিক তার তিনদিন পরই সোমবার রাজ্যপালের দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতির দপ্তর এই সিদ্ধান্ত নেয়। পাশাপাশি নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবিকে নির্দেশ দেওয়া হয়, তিনিই নাগাল্যান্ডের পাশাপাশি মেঘালয়ের রাজ্যপাল পদের দায়িত্বও সামলাবেন। যদিও এই খবর চাউড় হতেই রাজ্যপালের বক্তব্য জানতে পৌঁছে যায় সংবাদমাধ্যম। তিনি সংবাদমাধ্যমে জানান, ‘এটা সম্পূর্ণ গুজব। আমি নিয়মমাফিক ছুটিতে যাচ্ছি।’
সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে ফুঁসছে গোটা উত্তর-পূর্ব। তার মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। বুধবার টুইটারে তথাগত লেখেন, ‘এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে দুটো জিনিস ভুললে চলবে না। প্রথমত, ধর্মের নামেই দেশভাগ করা হয়েছিল। দ্বিতীয়ত, গণতন্ত্র মানেই তো বিভাজনকারী। তা না চাইলে উত্তর কোরিয়া চলে যান।’ তাঁর এই মন্তব্যের পরই শুক্রবার রাজভবনের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী। আগেও একাধিক বার বিতর্কিত মন্তব্য করেছেন তথাগত রায়।