বিনোদন

বিদ্যা বালানের স্বামী হলেন যিশু!

ফের বলিউড ছবিতে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। এর আগেও তাঁকে কিছু ছবিতে দেখা গেছে। তবে ‘মণিকর্ণিকা’ ছবিতে বিশেষভাবে নজর কেড়েছেন যিশু। ‘মণিকর্ণিকা’-তে যিশুকে কঙ্গনা রানাওয়াতের স্বামীর চরিত্রে দেখা গিয়েছিল। এবার বিদ্যা বালানের স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালক অনু মেননের  ‘শকুন্তলা দেবী – হিউম্যান কম্পিউটার’-এ পরিতোষ ব্যানার্জির চরিত্রে অভিনয় করছেন বাংলার এই অভিনেতা। যিশু প্রসঙ্গে অনু জানান, “জিশুর মধ্য়ে আমরা পারফেক্ট পরিতোষকে খুঁজে পেয়েছি। একদিকে ফুরফুরে অন্যদিকে গভীর – দু’টোই রয়েছে ওঁর ব্যক্তিত্বে। বিদ্য়া ও জিশুকে দম্পতি হিসেবে দারুণ লাগছে। প্রতি মুহূর্তে ওঁরা হাসিতে ফেটে পড়ছে।” যিশু বললেন, “এই ছবির অংশ হতে পেরে ও পরিতোষ ব্যানার্জির চরিত্রে অভিনয় করতে পেরে আমি থ্রিলড। আমার অংশগুলোর শুটিং শুরু করেছি। তার মধ্য কিছু দৃশ্য করে আমার ভীষণ ভালো লেগেছে। বিদ্যার সঙ্গে কাজ করা সবসময়ই খুব আনন্দের। ও ধারে কাছে থাকলে কোনও মুহূর্তই খারাপ কাটে না। আমরা সবসময় মজা করি আর হাসি। পরিচালক অনু মেননের সঙ্গে কাজ করাও খুব আনন্দের।”