করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তও। সবশেষ শনিবার রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত বিশ্বজুড়ে ৬১ হাজার ৬৮৬জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪৩ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়েছেন ২ লক্ষ ২৫ হাজার ৫১৪ জন। করোনায় জেরে সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৪ হাজার ৭৮১ জন। স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। আক্রান্ত লাখের বেশি। ইতালি আর স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা ভাইরাসে ৭ হাজার ৪০৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৭৭ হাজারের বেশি।