ডায়মন্ডহারবার: দশমীর রাতে বেআইনিভাবে বাজি তৈরি করতে গিয়ে স্থানীয় ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে কেপে উঠল ডায়মন্ডহারবার৷ ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের৷ আহত আরও দুই যুবক৷ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার রামনগর থানার আশুরালি গ্রামে৷ মৃতদের নাম প্রভাত মণ্ডল (২৮) ও পলাশ মণ্ডল (২৩)৷ আহতদের নাম প্রদ্যুৎ মণ্ডল ও প্রতাপ মণ্ডল৷ আহত দুই যুবক এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন৷স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আশুরালির স্থানীয় একটি ক্লাবে বসে বাজি তৈরির মশলা দিয়ে হাওয়াই বাজি তৈরি করছিলেন এলাকারই কয়েকজন যুবক৷ হঠাৎই কোনওভাবে বাজির মশলায় আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটে৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই ক্লাব ঘরে৷অগ্নিদগ্ধ হয় চার যুবক৷ ক্লাবঘর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা৷ সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কোনো রকমে আগুন নিভিয়ে ওই চার জন যুবককে উদ্ধার করে৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যান৷সেখানেই চিকিৎসকরা প্রভাত মণ্ডল ও পলাশ মণ্ডল নামে দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন৷ আহত আরও এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ জানা গিয়েছে, মৃত দুই যুবক ইঞ্জিনিয়ারিং পাশ করে সদ্য চাকরিতে ঢুকেছিলেন৷পুলিশ জানিয়েছে, বাজি বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ গোটা ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা৷ পুজোর বিসর্জনের রাতে ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া৷ ডায়মন্ডহারবার পুলিশ সুপার এস সিলভা মুরুগান জানিয়েছেন, ওই যুবকরা বিক্রির উদ্দেশ্যে নয়, নিজেদের ব্যবহারের জন্য বেআইনিভাবে ওই রকেট ও তুবড়ি বানাচ্ছিলেন৷ কোনওভাবে সেই আতশবাজির মশলায় অগ্নিসংযোগ হওয়ায় বিস্ফোরণ ঘটে যায়৷ তদন্ত শুরু হয়েছে৷