কলকাতাঃ বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক ডাঃ যোগীরাজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় যে ভুয়ো খবর প্রচারিত হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই গুজব ও মিথ্যা খবর প্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখায় রাজ্য স্বাস্থ্য দপ্তর এফ আই আর দায়ের করছে। রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হচ্ছে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হননি। তাঁরা সারা রাজ্যে সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিজ নিজ দায়িত্ব নিরলস ভাবে ও নিষ্ঠার সাথে পালন করে চলেছেন।