দেশ

বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে করোনা পরীক্ষা, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য সাড়ে ৪ হাজার টাকা দিতে হচ্ছে রোগীদের। যা সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। বিশেষ করে গরীব মানুষ যারা কিনা লকডাউনের জেরে দুবেলা দুমুঠো খেটে পর্যন্ত পাচ্ছেন না, তাঁদের পক্ষে বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা করানো একপ্রকার অসম্ভব। এই সমস্যা মেটাতে কেন্দ্রকে নজিরবিহীন পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের উদ্দ্যেশে শীর্ষ আদালতের পরামর্শ, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও বিনামুল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এর দরুন বেসরকারি হাসপাতালগুলির যে ক্ষতি হবে, তা পুরণ করতে হবে কেন্দ্রকে। বুধবার এক মামলার প্রেক্ষিতে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে এই পরামর্শ দেয়। শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলিকে পরীক্ষার জন্য বেশি টাকা যাতে না নিতে পারে তা নিশ্চিত করুন। প্রয়োজনে বেসরকারি ল্যাবগুলিকে যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই পদ্ধতিও খুঁজে বার করুন।’