ক্ষেত্রে তো উনি নাগরিক নন। একজন অনুপ্রবেশকারী! তা হলে বিজেপি তাকে এমপি করল কী করে?’ – ফিরহাদ হাকিম
সম্প্রতি লোকসভার পর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাস। এই বিল পাস হওয়ার পর রূপা গাঙ্গুলী টুইট করেন। এই সংসদ সদস্য লেখেন, ‘আমি তো খান টাইগারের বেগম হয়ে যাচ্ছিলাম। আমাকে অপহরণ করতে এসেছিল। সে রাতে যদি আমি এবং আমার মা বোরকা পরে দিনাজপুর থেকে পালাতে না পারতাম। তবে আজ বিজেপির এমপি হতে পারতাম না।’ রূপা গাঙ্গুলী আরও বলেন, ‘ভারত আমাদের জায়গা না দিলে আমরা কোথায় যাব? আমরা কতবার গৃহহীন থাকব? আমার বাবা তার দেশে, কখনও নারায়ণগঞ্জে, কখনও ঢাকা, কখনও বা দিনাজপুরে থাকেন। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ এর জন্য ধন্যবাদ। অমিত শাহ আপনাকে কী বলতে হবে? কত মানুষ আপনাকে এবং নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করেছে।’ একই সঙ্গে বিজেপির এই সংসদ সদস্য পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘এখন নাগরিকত্ব সংশোধনী বিলের আওতায় তাকে কি শরণার্থী ধরা হবে? তাকে কি এখন নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হবে?’ বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘রূপা গাঙ্গুলী নিজেই বলছেন, উনি বোরকা পরে এসেছেন। সে ক্ষেত্রে তো উনি নাগরিক নন। একজন অনুপ্রবেশকারী! তা হলে বিজেপি তাকে এমপি করল কী করে?’