ছোট ভাইয়ের সাফল্যের শরিক হতে অভিমান ভুললেন রাজ ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে উদ্ধবের শপথ গ্রহনে ঠাকরে পরিবার এর এক হতে চলেছে। হয়তো শিবসেনাকে জেতাতেই এবার মহারাষ্ট্রে বিধানসভা ভোটে একটি প্রার্থীও দেয়নি রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা। আর কিছুক্ষণ পরেই শুরু হবে মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরের শপথ গ্রহন। ঐতিহাসিক দিন। মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথম শিবসেনা নেতৃত্বের পদ পেতে চলেছে। যা এর আগে কখনও সম্ভব হয়নি। তারপরে আবার সমীকরণ বিরুদ্ধে কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট গড়ে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে হাজির হয়েছেন রাজ ঠাকরেও। শত অভিমান সত্ত্বেও ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে পারেননি রাজ। তাই আজকে উদ্ধবের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে সামিল হচ্ছেন তিনিও।