অর্জুন সিং-এর দাপটে জোড়াফুল বদলে রাতারাতি পদ্মফুল হয়ে গিয়েছিল। লোকসভা ভোটে দাঁড়ানোর সময়ে নিজে চেয়ারম্যান পদ ছেড়ে সেই চেয়ারে বসিয়ে এসেছিলেন ভাইপো সৌরভ সিংকে। কিন্তু হালিশহর, কাঁচরাপাড়া, গারুলিয়া, বনগাঁর মতো অর্জুন-দুর্গের ভাটপারা পুরসভাও হাতে রাখতে পারল না বিজেপি। বুধবার দুপুরেই বিজেপিতে যোগ দেওয়া ভাটাপাড়ার বহু কাউন্সিলর আসতে চলেছেন তৃণমূল ভবনে। এদিন দল বদলে বিজেপিতে যাওয়া কাউন্সিলরদের তৃণমূল ওয়াপসি হবে। সেখানে উপস্থিত থাকার কথা পাণিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। পুজোর আগেই জ্যোতিপ্রিয়বাবু হুঙ্কার ছেড়ে বলেছিলেন, “পুজোর পরে ভাটপাড়াও ওদের হাত থেকে নিয়ে নেব। বেশি দিন ভয়-ভীতির রাজনীতি চলে না।” দেখা গেল নভেম্বরের শুরুতে অপারেশন ভাটপাড়া প্রায় সেরে ফেলতে চলেছেন তৃণমূল নেতারা।