চণ্ডিগড়:রাজ্য বিধানসভা নির্বাচেনর মুখে হরিয়ানা কংগ্রেস বড়সড় ধাক্কা খেল৷ প্রাক্তন রাজ্য সভাপতি অশোক তানওয়ার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলেন। শনিবার তানওয়ার টুইট করে দলের প্রাথমিক সদস্যপ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন। রাজ্য সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরেই তিনি কংগ্রেসের উপর বিক্ষোভে ফেটে পড়েন৷শুক্রবার প্রাক্তন রাজ্য সভাপতি অশোক তানওয়ার দলের সবথেকে বড় পদ থেকে পদত্যাগ করেছিলেন। অশোক তানওয়ার হরিয়ানার প্রাক্তন সিএম ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন৷ তাঁর অভিযোগ, হরিয়ানা কংগ্রেস এখন হুদা কংগ্রেস হয়েছে৷তানওয়ারের দাবি, রাজ্য সভাপতি হিসাবে তিনি কঠোর পরিশ্রম করে কংগ্রেসকে শক্তিশালী করে তুলেছিলেন৷ যারা এই লড়াইয়ে ছিলেন, তাদের একঘরে করে রাখা হয়েছে৷ আসন্ন বিধানসভা ভোটে তাদের বঞ্চিত করা হয়েছে৷ ভূপেন্দ্র সিং হুদা তাঁর পছন্দমতো টিকিট বিতরণ করেছিলেন।অশোক তানওয়ার সোনিয়া গান্ধীকে একটি চিঠিও লিখেছেন। তিনি দাবি করেছেন, কংগ্রেস পার্টিতে থেকে যাবেন এবং সাধারণ কর্মী হিসাবে কাজ চালিয়ে যাবেন। লক্ষণীয় বিষয়, হরিয়ানাতে কংগ্রেসের অভ্যন্তরের উত্তাপ সোনিয়া গান্ধীর ঘর পর্যন্ত পৌঁছেছিল। অশোক তানওয়ার তাঁর সমর্থকদের নিয়ে দিল্লিতে দলীয় সদর দফতরের বাইরে বিক্ষোভও দেখিয়েছিলেন। তারই মধ্যে এদিন তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলেন৷