মহার্ঘভাতা না বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে এমনই দাবি উঠতে শুরু করেছে। গতকাল কেন্দ্রের মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী দেড় বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে না। এই প্রসঙ্গে ভারতীয় রেলের বৃহত্তম কর্মচারী সংগঠন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেন, ডিএ না বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কেন্দ্রীয় সরকার। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত ভুল। গড় হিসেবে দেখতে গেলে, এর ফলে সামগ্রিকভাবে রেলের কর্মচারীদের বেতনের পরিমাণ অনেকটাই কমে যাবে। এই সিদ্ধান্তে যাঁরা পেনশন পান তাঁদেরও ক্ষতি হবে। আমি এই বিষয়টি নিয়ে সচিব সি চন্দ্রমৌলির সঙ্গেও কথা বলেছি এবং তাঁকে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্যে অনুরোধ করেছি। আমি মন্ত্রিপরিষদ সচিবকে একটি চিঠি লিখব। আমরা চাই ভারত সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনা করুক এবং শীঘ্র এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক।’’