দেশ

মানুষের উপর জীবাণুনাশক স্প্রে করার বিরুদ্ধে কড়া নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের

নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় অনেক জায়গায় মানুষের উপর জীবাণুনাশক সোডিয়াম হাইপোক্লোরাইট স্প্রে করা হচ্ছে ৷ এর বিরুদ্ধে আজ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, এই ধরনের পদক্ষেপ “জীবাণুনাশক ও সুরক্ষা সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে ৷” স্বাস্থ্যমন্ত্রকের তরফে একজন আধিকারিক বলেন, “কোরোনা মোকাবিলায় মানুষের উপর জীবাণুনাশক স্প্রে করার কথা আমাদের কানে আসছিল ৷ অনেকেই এই জীবাণুনাশক কতটা কোরোনা ভাইরাসকে দমন করে সে বিষয়ে জানতে চাইছিল ৷ একটি বিশেষজ্ঞ কমিটিকে এই বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছিল ৷ তারা জানায়, এই বিষয়ে পর্যাপ্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই ৷” উপরিউক্ত বিষয়ে নজর রেখে স্বাস্থ্যমন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরিস্থিতিতে ব্যক্তি বা গোষ্ঠীর উপর এই স্প্রে করা যাবে না ৷ রাসায়নিক জীবাণুনাশক এই স্প্রে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিকারক ৷ যদি কোনও ব্যক্তি কোরোনা আক্রান্ত হন, তাহলে তাঁর শরীরের বাইরে এই স্প্রে করলেও শরীরের ভিতরে থাকা ভাইরাসকে নষ্ট করা যায় না ৷ এছাড়া, বাইরের পোশাক বা শরীরকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে এটা যে কার্যকর তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই ৷ নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও ব্যক্তির উপর ক্লোরিন স্প্রে করলে চোখ ও ত্বক জ্বালা করতে পারে ৷ বমিভাবের মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনালে প্রভাব হতে পারে ৷ সোডিয়াম হাইপোক্লোরাইট শরীরের ভিতরে গেলে নাক, গলায় জ্বালা হতে পারে ৷ এমন কী, ব্রঙ্কোস্পাজমও হতে পারে৷ এছাড়া, কোরোনা মোকাবিলায় মানুষের উপর এভাবে স্প্রে করা হলে জীবাণুনাশক ও সুরক্ষার বিষয়ে একটি মিথ্যে ধারণা তৈরি হতে পারে ৷ এর ফলে মানুষ হাত ধুতে ও সামাজিক দূরত্ব পালন থেকে বিরত হতে পারে ৷ নির্দেশিকায় উল্লেখ করা হয়, এই কৌশল সংবাদমাধ্যমের ফলে অনেক প্রচার পেয়েছে ৷ কিছু জেলা বা স্থানীয় পর্যায়ে এটি ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এই তথ্যের মূল উদ্দেশ্য ছিল, মানুষের শরীরে এই স্প্রে ব্যবহারের যোগ্যতা পরীক্ষা করা ও উপযুক্ত পরামর্শ প্রদান করা ৷ জীবাণুনাশক হল এমন রাসায়নিক পদার্থ, যা রোগ সৃষ্টিকারী জীবাণু বা অণুজীবকে ধ্বংস করে ৷ কোরোনা আক্রান্ত বা কোরোনা আক্রান্ত সন্দেহে রয়েছেন যাঁরা, তাঁরা যে সমস্ত জায়গায় হাত দিচ্ছেন বা থাকছেন, সেই সমস্ত জায়গা পরিষ্কার করার জন্য জীবাণুনাশক ব্যবহারের সুপারিশ করা হয় ৷ তবে, সবসময় মাস্ক ও গ্লাভস পরেই কোনও জায়গা পরিষ্কারের জন্য এই জীবাণুনাশক ব্যবহার করা উচিত ৷