জেলা

মালবাজারের চা বাগান থেকে খাঁচাবন্দি হল চিতা

শুক্রবার ভোরে শেষ পর্যন্ত খাঁচাবন্দি হল চিতাবাঘ। বেশ কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল স্ত্রী চিতাবাঘটি। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ডামডিম চা বাগানের ২৩ নম্বর সেকসনে। সূত্রের খবর, চা বাগান এলাকায় বেশ কিছুদিন ধরে চিতা বাগের উপদ্রব বেড়েছিল। জানা গেছে রাতের অন্ধকারে চা বাগান চত্ত্বরের শ্রমিক বস্তি থেকে ছাগল, শুকর এই সব স্বীকার করে নিয়ে যেত চিতা বাঘ। কোন কোন সময় দেখা গেছে চা বাগানে কাজ করতে গিয়ে বাঘের মুখে পরে প্রান হারিয়েছেন শ্রমিকরা। তাই বনদপ্তর থেকে ওই এলাকায় খাঁচা পাতা হয় চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার জন্যে। অবশেষ এই পরিকল্পনা সফল হল। এদিন ভরে খাঁচা এসে ধরা দিল চিতাবাঘটি। তবে খাঁচার মধ্যে লাফালাফির কারনে চিতাবাঘটির মুখে ও মাথায় আঘাতে চিহ্ন দেখা গিয়েছে। তাকে চিকিত্‍সার জন্যে লাটাগুড়ির এন.আই.সি-তে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানান বন দপ্তরের রেঞ্জার বিভুতি ভূষন দাস। তিনি আরও জানান চিতাবাঘটি সুস্থ হলে তাঁকে গরুমারা অরন্যে ছেড়ে দিয়ে আসা হবে।