বিনোদন

মুক্তির আগেই আইনি জটিলতায় মার্দানি ২

মুক্তির আগেই আইনি গেঁড়োর মুখে পড়তে হল ‘মার্দানি ২’-কে। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রানি মুখোপাধ্যায় অভিনীত অ্যাকশন থ্রিলার ‘মর্দানি ২’। কোটা পরিষদ থেকে অভিযোগ করা হয়েছে সেন্সর বোর্ডে। তাঁদের অভিযোগ কোটা শহরের পটভূমিতে সাম্প্রতিক অপরাধের কাহিনি সাজানো হয়েছে এই ছবিতে। আর তাতে এই শহরকে কলঙ্কিত হচ্ছে। তাদের মতে, এ ভাবে কোনও কাল্পনিক কাহিনির উপর নির্ভর করে শহরকে বদনাম করা উচিত নয়। কোটা পরিষদের অভিযোগ, কোটা যথেষ্ট সম্ভ্রান্ত একটি শহর। কিন্তু এই ছবিতে কোটাকে যে ভাবে দেখানো হয়েছে তাতে এই শহর এবং শহরবাসীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সেন্সর বোর্ডের দ্বারস্থ হওয়ার আগে লোকসভার স্পিকার এবং এলাকার সাংসদ ওম বিড়লার কাছেও অভিযোগ জানিয়েছেন কোটা পরিষদের সদস্যরা। এ বার কোটা পরিষদের পক্ষ থেকে সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশী , ছবির প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক গোপী পুথরণ আর তথ্য ও সম্প্রচার মন্ত্রকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কোটা পরিষদের আইনজীবীর দাবি, ছবি থেকে শহরের নাম বদলে দিতে হবে। বদলে ফেলতে হবে এ ছবিতে ব্যবহৃত শহরের ছবিও। এই মর্মেই নোটিশ পাঠানো হয়েছে। আপাতত, আইনি নোটিশের জবাবের অপেক্ষায় রয়েছেন কোটা পরিষদের সদস্যরা। কোটা পরিষদ থেকে জানানো হয়েছে তাঁদের দাবি না মানা হলে ছবির মুক্তি আটকাতে আদালতে মামলা করা হবে।